
সমুদ্র থেকে নতুন স্যাটেলাইট বহর উৎক্ষেপণ করেছে চীন। মঙ্গলবার বেইজিং সময় ভোর ৩টা ৪৮ মিনিটে, পূর্ব চীনের শানতোং প্রদেশের উপকূলীয় জলসীমা থেকে স্মার্ট ড্রাগন-৩ নামের রকেট উৎক্ষেপণ করা হয়।
এই উৎক্ষেপণের মাধ্যমে কিলি-০৫ স্যাটেলাইট কনস্টেলেশন সফলভাবে পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
উৎক্ষেপণ মিশনটি সম্পন্ন করেছে উত্তর চীনের শানসি প্রদেশে অবস্থিত থাইইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র। এটি ছিল স্মার্ট ড্রাগন-৩ রকেটের সপ্তম সফল উৎক্ষেপণ।
রেডিওটুডে নিউজ/আনাম