শুক্রবার,

১২ সেপ্টেম্বর ২০২৫,

২৭ ভাদ্র ১৪৩২

শুক্রবার,

১২ সেপ্টেম্বর ২০২৫,

২৭ ভাদ্র ১৪৩২

Radio Today News

পৃথিবীতে অক্সিজেনের ইতিহাস জানালেন চীনা বিজ্ঞানীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

Google News
পৃথিবীতে অক্সিজেনের ইতিহাস জানালেন চীনা বিজ্ঞানীর

অক্সিজেনের তিনটি স্থিতিশীল আইসোটোপ রয়েছে। প্রকৃতিতে এদের অনুপাত স্থির নয়। বায়ুমণ্ডল ও মহাসাগরের জৈব-ভূ-রাসায়নিক প্রক্রিয়ার কারণে সামান্য পরিবর্তিত হয়। সম্প্রতি ছেংতু ইউনিভার্সিটি অব টেকনোলজি ও নানচিং ইউনিভার্সিটির গবেষকরা এ সূক্ষ্ম পরিবর্তনগুলো বিশ্লেষণ করে দেখেছেন, পৃথিবীতে প্রথম অক্সিজেন বৃদ্ধি ঘটেছিল ২৪০–২১০ কোটি বছর আগে, দ্বিতীয়বার ঘটেছিল প্রায় ১০০ কোটি বছর এবং তৃতীয় দফায় প্রায় ৪৪ কোটি বছর আগে। 

গবেষণায় দেখা গেছে পৃথিবীতে অক্সিজেন প্রায় শূন্য থেকে ধাপে ধাপে বেড়ে ৪১ কোটি বছর আগে আধুনিক স্থিতিশীল অবস্থায় পৌঁছায়। এ প্রক্রিয়া প্রায় ২০০ কোটি বছর ধরে চলে। 

এ ছাড়া নিওপ্রোটেরোজোয়িক যুগে কার্বন, সালফার ও অক্সিজেন আইসোটোপে তীব্র পরিবর্তন দেখা যায়, যা প্রমাণ করে যে বায়ুমণ্ডলে অক্সিজেন বৃদ্ধির পর তা বারবার অক্সিজেন-স্বল্প মহাসাগরকে অক্সিডাইজ করেছিল।

লি চাও বলেন, ‘এই গবেষণা জটিল ইউক্যারিওটিক জীবের ধাপভিত্তিক বিবর্তন বোঝার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। একইসঙ্গে বাসযোগ্য গ্রহের গঠন ও প্রাচীন হাইড্রোকার্বন উৎস শিলা অনুসন্ধানে নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের