শুক্রবার,

১২ সেপ্টেম্বর ২০২৫,

২৭ ভাদ্র ১৪৩২

শুক্রবার,

১২ সেপ্টেম্বর ২০২৫,

২৭ ভাদ্র ১৪৩২

Radio Today News

১৫ ওভারে একশ’ ছাড়াল হংকং

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৬, ১১ সেপ্টেম্বর ২০২৫

Google News
১৫ ওভারে একশ’ ছাড়াল হংকং

হংকং-এর বিপক্ষে এশিয়া কাপ টি-২০তে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে হংকং শিবিরে প্রথম ধাক্কা দেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেট তুলে নেন তানজিম সাকিব। পরে সেট হওয়া ওপেনার জিসান আলীকে তুলে নিয়েছেন তিনি।

হংকং ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০১ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা নিজাকাত খান ও ইয়াসিম মর্তুজা ২১ করে রান করেছেন। আউট হওয়া আংশুমান ৪ রান যোগ করেন। বাবর হায়াত ১৪ রান করে ফেরেন। জিসান ৩৪ বলে ৩০ রান করে ফিরেছেন।

টস জিতে বোলিং নেওয়ার ব্যাখ্যায় অধিনায়ক লিটন জানান, উইকেট কেমন আচরণ করবে পরিষ্কার ধারণা না থাকায় শুরুতে বোলিং করছেন তারা। তিন পেসার, দুই স্পিনার এবং ছয় ব্যাটার নিয়ে খেলছেন তারা। 

ওই তিন পেসার হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। স্পিন বোলিং আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে আছেন আরেক অলরাউন্ডার শেখ মাহেদী।

বাংলাদেশ একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

হংকং একাদশ: জিসান আলী, আংশুমান রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান ছাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মর্তুজা, আইজাজ খান, এসান খান, আয়ূশ শুকলা, আতিক ইকবাল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের