
জুলাই সনদ ২০২৫-এর চূড়ান্ত খসড়া আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “সকল পক্ষের মতামতের প্রতিফলন ঘটিয়ে সনদের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে। আজই তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।”
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে এই খসড়া বিষয়ে মতামত জানাতে বলা হয়েছে।
ড. আলী রীয়াজ বলেন, “এই সনদে জবরদস্তিমূলক কিছু নেই। এটি সম্মিলিত চিন্তা ও আলোচনার ফসল। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই চূড়ান্ত রূপ দেওয়া হবে।”
রেডিওটুডে নিউজ/আনাম