শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৮ ভাদ্র ১৪৩২

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৮ ভাদ্র ১৪৩২

Radio Today News

ফয়জুল করীম

চব্বিশের পাঁচ আগস্টের পরে একটি দল হাট বাজার, বাসস্ট্যান্ড দখলে নেমেছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:১৯, ১২ সেপ্টেম্বর ২০২৫

Google News
চব্বিশের পাঁচ আগস্টের পরে একটি দল হাট বাজার, বাসস্ট্যান্ড দখলে নেমেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, হাজারো প্রাণের বিনিময়ে দেশের মানুষ ফ্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছে। নতুন করে অনেকের মধ্যে ফ্যাসিস্ট চরিত্র লক্ষ্য করা যাচ্ছে। এজন্য ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। সরকারকে ফ্যাসিস্ট হয়ে ওঠা থেকে বাঁচাতে পিআর পদ্ধতির বিকল্প নেই।

শুক্রবার দুপুরে খুলনার নিউমার্কেট চত্ত্বরে ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি দেয়া, খুনি ও স্বৈরাচারের দৃশ্যমান বিচার এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দলটির খুলনা মহানগর শাখা এই সমাবেশের আয়োজন করে।

ফয়জুল করীম বলেন, চব্বিশের পাঁচ আগস্টের পরে একটি দল নেমেছে হাট বাজার, বাসস্ট্যান্ড দখল করার জন্য। এরাই দেশকে অতীতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এদেশের মানুষ আগামীতে সংসদে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজকে দেখতে চায় না। প্রয়োজন হলে আবারও বাংলাদেশকে স্বাধীন করার জন্য মানুষ রাজপথে  নামবে।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরের কোনো নির্বাচন জনপ্রত্যাশা পূরণ করতে পারে নাই। একই ব্যবস্থায় আবারো নির্বাচন হলে আগের জঞ্জাল দূর হবে না। এই বাস্তবতায় পিআর পদ্ধতি একটি কার্যকর সমাধান হতে পারে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে।

ইসলামী আন্দোলনের খুলনা মহানগরী শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলটির বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমান শামীম, আবু তাহের, হাফেজ আবদুল লতিফ, খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন হেলাল, খেলাফত মজলিসের সভাপতি শরীফ সাইদুর রহমান, হাফেজ শহিদুল ইসলাম, শেখ হাসান ওবায়দুল করিম, মাওলানা আবু সাঈদ, আবু গালিব, শোয়াইব আহমেদ, মুফতি আরিফ বিল্লাহ প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন দলটির নেতাকর্মীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের