শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৮ ভাদ্র ১৪৩২

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৮ ভাদ্র ১৪৩২

Radio Today News

জাকসু নির্বাচন

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায় নিতে হবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

Google News
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায় নিতে হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন নির্বাচনে নওয়াব ফয়জুন্নেসা হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার।

ইতিহাস বিভাগের এই শিক্ষক শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

সুলতানা আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায় নিতে হবে। একইসাথে জান্নাতুল ফেরদৌসের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের সঙ্গে যুক্ত অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।’

এই অধ্যাপক বলেন, ‘হল সংসদে একটিমাত্র ব্যলট পেপারের মাধ্যমে ভোট হচ্ছে, কিন্তু জাকসুতে ৩টা করে, অর্থাৎ যদি ৮ হাজার ভোট কাস্ট (প্রদত্ত ভোট) হয়ে থাকে, তবে ২৪ হাজার কাউন্ট (গণনা) করতে হবে ম্যানুয়াল (হাতে গোণা) পদ্ধতিতে। তাহলে এটা কীভাবে সম্ভব, তিন দিনেও তো এটা সম্ভব হবে না। এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের