শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৮ ভাদ্র ১৪৩২

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৮ ভাদ্র ১৪৩২

Radio Today News

চীনা মৃগীরোগীর মস্তিষ্কে বিসিআই প্রযুক্তিতে সফল অস্ত্রোপচার 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৩, ১২ সেপ্টেম্বর ২০২৫

Google News
চীনা মৃগীরোগীর মস্তিষ্কে বিসিআই প্রযুক্তিতে সফল অস্ত্রোপচার 

চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌতে ১২ বছর বয়সী এক কিশোরীর এমন এক মৃগীরোগ হয়েছিল, যা প্রচলিত কোনো ওষুধে সারছিল না। চীনা গবেষকরা ওই মেয়ের মস্তিষ্কের সংকেত রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে প্রতিস্থাপন করেন ইমপ্লান্টেবল ব্রেন-কম্পিউটার ইন্টারফেস ডিভাইস (বিসিআই)। এটি ব্যবহার করেই তারা সুনির্দিষ্ট নিউরাল মড্যুলেশন সার্জারি সফলভাবে সম্পন্ন করেছেন।

সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির চুচিয়াং হাসপাতালের ডাক্তাররা সম্পন্ন করেন এই অস্ত্রোপচার। দক্ষিণ চীনে প্রথমবারের মতো এ অপারেশন হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

‘ক্লোজড-লুপ ব্রেন অ্যাকুইজিশন অ্যান্ড স্টিমুলেশন সিস্টেম, বা এএনএস, ইমপ্ল্যান্ট করার মাধ্যমে, অস্বাভাবিক স্নায়বিক কার্যকলাপকে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব’। জানালেন, হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক কুও ইয়ানউ।

ভবিষ্যতে, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই প্রযুক্তি কেবল মৃগীরোগই নয় বরং পার্কিনসনস, স্ট্রোক এবং অটিজমের মতো স্নায়বিক ব্যাধিগুলোর জন্যও ব্যবহার করা যেতে পারে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের