শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৮ ভাদ্র ১৪৩২

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৮ ভাদ্র ১৪৩২

Radio Today News

পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা তারেক রহমানের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩১, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫

Google News
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিলিস্তিন সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে থেকেছেন এবং ঔপনিবেশিক দমন-পীড়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে সংহতি প্রকাশ করেছেন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সরকারের নতুন বসতি সম্প্রসারণের পরিকল্পনা হৃদয়বিদারক। এই পরিকল্পনা ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ কার্যত রুদ্ধ করবে।

তিনি আরও বলেন, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ফিলিস্তিনিদের ভূমি, সংস্কৃতি ও ইতিহাসকে নিশ্চিহ্ন করার জন্য যে পদক্ষেপ নিয়েছে, তা সরাসরি গণহত্যা ও পরিকল্পিত জাতিগত নিধনের শামিল।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে অনেক বাংলাদেশি বাস করেন এবং কাজ করেন। ইসরায়েলি সরকার যেভাবে পুরো অঞ্চলকে এক অতল গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে, তাতে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমি জোরালোভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি যেন তারা ইসরায়েলি সরকারের এই বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানায় এবং তাদের ওপর চাপ সৃষ্টি করে। একই সঙ্গে আমি আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানাই, গাজায় ইসরায়েলি সরকারের সুস্পষ্ট গণহত্যা বিষয়ে যেন তারা আর দেরি না করে রায় প্রদান করে, কারণ ফিলিস্তিনিরা ইতিমধ্যেই ভয়াবহ ভোগান্তির শিকার হচ্ছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের