শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৮ ভাদ্র ১৪৩২

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৮ ভাদ্র ১৪৩২

Radio Today News

রাতের মধ্যেই জাকসুর ফল, ফের ভোট গণনা শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪২, ১২ সেপ্টেম্বর ২০২৫

Google News
রাতের মধ্যেই জাকসুর ফল, ফের ভোট গণনা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা ফের শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গণনার কাজ পুনরায় শুরু করে নির্বাচন কমিশন।

এর আগে, বিকেল ৫টার কিছু পর ভোট গণনার কাজ হঠাৎ স্থগিত করে জরুরি বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সদস্যরা। বৈঠক শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা গণনা ফের শুরুর নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম বলেন, 'পূর্বের মতোই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চলবে। তবে গণনা কাজ দ্রুত শেষ করতে টিমের সংখ্যা বাড়ানো হচ্ছে।'

জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় গণনা শুরু হয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (শুক্রবার) রাত ১১টার পর ফলাফল ঘোষণা করা হতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের