
রাজধানীর শাপলাচত্তরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামীর কর্মসূচিতে শহীদ পরিবারে অর্থ সহায়তা শুরু হয়েছে। আজ শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে এ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে হলি উম্মাহ সেমিনার কক্ষে (মোহাম্মাদপুর সাত মসজিদ সংলগ্ন) অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন হয়।
কামাল উদ্দিন জানান, তারা শহীদ পরিবারে যাদের প্রয়োজন আছে তাদের অর্থ দেবে। প্রতি পরিবারকে মাসিক চলাচলের জন্য প্রয়োজন মাফিক অর্থ দেওয়া হবে। সংগঠনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক পরিবারকে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা সহায়তা করা হবে। তবে এই অংক কম-বেশি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। চলতি বছরের ৫ মে দলের জনসংযোগ বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। সে সময় তারা জানায়, এটি খসড়া তালিকা। যাচাই-বাচাইয়ের পর তালিকা শহীদের সংখ্যা বাড়তে পারে।
ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবি তুলে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে হেফাজতে ইসলাম। এতে হাজার হাজার কওমি আলেম শিক্ষার্থী এবং সাধারণ মুসলমান মহাসমাবেশে অংশ নেন।
সেদিন রাত গভীর হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে সরিয়ে দেয় তাদের। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়।
হেফাজতে ইসলামের দাবি, ওইদিন অসংখ্য মানুষ নিহত হয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম