
মূলধারার লার্জ জেনারেটিভ এআই মডেলের চেয়ে ভিন্ন পথে হেঁটে চীনা গবেষকরা তৈরি করেছেনে আরেক অভিনব কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম, যা কাজ করবে মানুষের মগজের নিউরনের কার্যপ্রণালী অনুকরণ করে। এআই কম্পিউটিংয়ের আগামী প্রজন্মে জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তির নতুন দুয়ার খুলতে পারে এ মডেল।
চাইনিজ একাডেমি অব সায়েন্সেস-এর ইনস্টিটিউট অব অটোমেশনের বিজ্ঞানীরা সম্প্রতি পরিচয় করিয়েছেন স্পাইকিংব্রেইন-১.০ এর সঙ্গে। এটি পুরোপুরি চীনের তৈরি এবং জিপিউ কম্পিউটিংয়ের ওপর ভিত্তি করে প্রশিক্ষিত ও পরীক্ষিত।
গবেষকদের দাবি, মূলধারার বড় মডেলের তুলনায় মাত্র ২ শতাংশ প্রি-ট্রেইনিং ডেটা ব্যবহার করে এই সিস্টেমে ভাষা বোঝা ও বিশ্লেষণ করতে পেরেছে, যা বেশকটি ওপেন-সোর্স মডেলের সমান ফল দিয়েছে।
দীর্ঘ সিকোয়েন্স বিশ্লেষণে এই ক্ষমতা আইন, চিকিৎসা, উচ্চ-শক্তি পদার্থবিজ্ঞান কিংবা ডিএনএ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
রেডিওটুডে নিউজ/আনাম