
টেলিযোগাযোগ ও চিকিৎসা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের জন্য চালু করা পাইলট কর্মসূচি আরও সম্প্রসারণে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির বাণিজ্য উপমন্ত্রী শেং ছিউপিং।
বৃহস্পতিবার বেইজিংয়ে ‘পরিষেবা বাণিজ্যে বিশ্ব উদ্যোক্তা’ শীর্ষ সম্মেলনে তিনি বলেন, এসব খাত খোলার উদ্যোগ সময়োপযোগীভাবে এগিয়ে চলছে। গত বছর চীনে সেবাখাতে বাণিজ্যের পরিমাণ মোট ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে ৫০ শতাংশেরও বেশি এসেছে ডিজিটাল সেবা রপ্তানি থেকে।
শেং আরও জানান, ‘আমরা সীমান্তপারের সেবা বাণিজ্যের জন্য নেতিবাচক তালিকার ব্যবস্থাপনা উন্নত করব, টেলিযোগাযোগ ও চিকিৎসা খাত বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পাইলট কর্মসূচি সম্প্রসারণ করব এবং ধাপে ধাপে সেবাখাতকে আরও উন্মুক্ত করব।’জেনিফার
রেডিওটুডে নিউজ/আনাম