শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৯ ভাদ্র ১৪৩২

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৯ ভাদ্র ১৪৩২

Radio Today News

বাবার হাতে ছেলে খুন, ঘটনার বর্ণনায় যা বললেন মা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১২, ১২ সেপ্টেম্বর ২০২৫

Google News
বাবার হাতে ছেলে খুন, ঘটনার বর্ণনায় যা বললেন মা

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বাবার ছুরিকাঘাতে মোহাম্মদ শাহেদ (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মায়নী ইউনিয়নের পশ্চিম মায়নী গ্রামে নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই গ্রামের সৌদিপ্রবাসী নুরুজ্জামানের ছেলে।

শাহেদের মা কামরুজ্জাহান জানান, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি চট্টগ্রামের সিডিএ এলাকায় ভাড়া বাসায় থাকেন। শাহেদের বাবা দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন। সেখানে থাকার সময় সিলেট জেলার এক নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। কয়েক দিন আগে দেশে ফিরে ওই নারীকে বিয়ে করে ঘরে আনেন নুরুজ্জামান।

এ নিয়ে দাম্পত্য কলহ বাড়তে থাকায় বুধবার বিকেল চারটার দিকে তারা মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সন্ধ্যায় বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুজ্জামান হাতে থাকা ছুরি দিয়ে শাহেদের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

শাহেদের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ও বাপ, আমারে কেন বাঁচাইতে গেলি রে বাপ। এমন পাষণ্ড কেউ কি আর পৃথিবীতে আছে, নিজের ছেলেরে কেউ খুন করতে পারে?’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছুরিকাঘাত করলে শাহেদ নিহত হন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আর্যরাজ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই শাহেদের মৃত্যু হয়। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের