
এক সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে লেগেছে আগুন। বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি খুঁজে পাওয়া যেন সৌভাগ্যের বিষয়। কাঁচা মরিচ ও বেগুনের দাম ছাড়িয়ে গেছে শতকের ঘর। এর প্রভাবে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ টাকায়, বেগুনের দাম আকারভেদে ১০০ থেকে ১৮০ টাকা পর্যন্ত, টমেটো ১২০ টাকা, করলা ও কাঁকরোল ১০০ টাকা ও পটল ও ঢেঁড়স ৮০ টাকা কেজি।
এছাড়া, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, মিষ্টি কুমড়া ৫০ থেকে ৬০ টাকা ও পেঁপে ১০০ থেকে ১২০ টাকা কেজি।
ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের দর নাগালের বাইরে।
স্বস্তি নেই মাছ-মাংসের বাজারেও। ইলিশ মাছ কেজি প্রতি ২৪০০ থেকে ২৬০০ টাকা, চিংড়ি ৯০০ থেকে ১০০০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ টাকা ও সোনালী মুরগি ৩১০–৩২০ টাকা কেজি।
রেডিওটুডে নিউজ/আনাম