শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৮ ভাদ্র ১৪৩২

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৮ ভাদ্র ১৪৩২

Radio Today News

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত অভিনেত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৫

Google News
চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত অভিনেত্রী

ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের একজন কারিশমা শর্মা। বলিউডে ‘রাগিনি এমএমএস’, ‘প্যায়ার কা পঞ্চনামা’র মতো সিনেমায় দেখা গেছে তাকে। সেই অভিনেত্রীই এবার চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছেন। যা অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের লোকাল ট্রেনযোগে শুটিংয়ে যাচ্ছিলেন অভিনেত্রী কারিশমা। উদ্দেশ্য ছিল চার্চগেট। কিন্তু ট্রেনে উঠার আগেই দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন। ফলে মাথায় গুরুতর চোট পেয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

কারিশমা জানিয়েছেন, মুম্বাইয়ের চার্চগেটে শুটিংয়ে যাচ্ছিলেন। পরনে শাড়ি ছিল। ট্রেনে উঠার সময় হঠাৎই ট্রেনের গতি বেড়ে যায়। বন্ধুরা ট্রেনের গতিবিধি দেখে ভয় পেয়েছিল। এ কারণে তারাও ট্রেন ধরতে পারেনি। এ জন্য তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত পিঠে ও মাথায় গুরুতর আঘাত পান।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী কারিশমা। শারীরিক পরিস্থিতি সম্পর্কে বলেছেন, আমার পিঠে প্রচণ্ড ব্যথা। মাথা ফুলে গেছে। শরীরে জখমের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন। মাথায় আঘাত কতটা গুরুতর, সেটি জানার জন্য কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখেছে।

তিনি আরও বলেন, আমার মনোবল শক্ত রয়েছে। দয়া করে আমার দ্রুত আরোগ্য কামনা করুন আপনারা। ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করুন। এই কঠিন সময় আপনাদের ভালোবাসার প্রয়োজন আমার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের