রোববার,

১৪ সেপ্টেম্বর ২০২৫,

৩০ ভাদ্র ১৪৩২

রোববার,

১৪ সেপ্টেম্বর ২০২৫,

৩০ ভাদ্র ১৪৩২

Radio Today News

সীমান্তে তীব্র সংঘর্ষে ১৯ পাক সেনা, ৩৫ তালেবান সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৯, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Google News
সীমান্তে তীব্র সংঘর্ষে ১৯ পাক সেনা, ৩৫ তালেবান সদস্য নিহত

আফগান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনী ও পাকিস্তান তালেবানদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তালেবানের ক্রমবর্ধমান আক্রমণের মধ্যে দেশটির বাজাউর এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে মারাত্মক অভিযানের সময় এ সংঘর্ষ হয়। পৃথক তিনটি অভিযানের সময় অনন্ত ১৯ পাক সেনা এবং ৩৫ জন তালেবান সদস্য নিহত হন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, সম্প্রতি আফগান সীমান্তের কাছে পাকিস্তানি তালেবান সশস্ত্র গোষ্ঠীর তিনটি আস্তানায় অভিযান চালায় সেনারা। এ সময় এই হতাহতের ঘটনা ঘটে।

শনিবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি জেলা বাজাউরে ২২ জন তালেবান সদস্য নিহত হয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পৃথক অভিযানে আরও ১৩ জন নিহত তালেবান সদস্য নিহত হন।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘দক্ষিণ ওয়াজিরিস্তানে ১২ জন সেনা বীরত্বের সঙ্গে লড়াই করে, চূড়ান্ত ত্যাগ স্বীকার করে শহীদ হন। লোয়ার দির এলাকায় আরেকটি সংঘর্ষে, সেনারা একটি জঙ্গি আস্তানা আবিষ্কার করার পর বন্দুকযুদ্ধে সাত সেনা এবং নিহত হন ১০ জন বিদ্রোহী যোদ্ধা।’

স্থানীয়রা জানিয়েছেন, হামলার পর কয়েক ঘণ্টা হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে ও হামলাকারীদের খোঁজার চেষ্টা করা হয়।

হামলার আশঙ্কায় সাধারণত ওই এলাকায় সামরিক গাড়িবহর যাতায়াতের সময় কারফিউ দেওয়া হয়  এবং পথগুলো আগেই নিরাপত্তার চাদরে ঢাকা থাকে। এর মধ্যে এই হামলা কীভাবে হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইসলামাবাদের দীর্ঘদিনের অভিযোগ, ভারতের সহায়তায় আফগান তালেবানরাই পাকিস্তান তালেবানকে আশ্রয় দিচ্ছে। তবে নয়া দিল্লি ও কাবুল দুই পক্ষই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর থেকে পাকিস্তানেও নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানের এই অংশের হামলা বেড়ে গেছে। 

পাকিস্তান আশা করছে, অস্থায়ী আফগান সরকার তার দায়িত্ব পালন করবে এবং আফগান মাটিকে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে ব্যবহার হতে দেবে না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের