
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপদ করতে বিশেষ ধরনের ইস্পাতের ব্যালট বাক্স তৈরি করা হচ্ছে। মোট ১০২টি ব্যালট বাক্স এক সপ্তাহের মধ্যে প্রস্তুত হবে বলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম জানিয়েছেন।
গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি বলেন, ব্যালট পেপার যাতে ভাঁজ করা না হয় এবং ভোটদান প্রক্রিয়া গোপন থাকে, সেজন্য ইস্পাতের বাক্স ব্যবহার করা হচ্ছে। প্রতিটি বাক্সের খরচ ধরা হয়েছে ৩ হাজার ৪০০ টাকা। এর পাশাপাশি, ভোট গণনা করা হবে ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে, যা প্রক্রিয়াটিকে আরও নির্ভুল করবে। ভোটকেন্দ্রগুলো একাডেমিক ভবনগুলোতে স্থাপন করা হবে এবং ভোট শেষে সব বাক্স এক জায়গায় এনে গণনা করা হবে।
ইতোমধ্যে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার শুরু করেছেন। মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকে সুমাইয়া মুস্তারিন মুন তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, এবং সেদিন থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম