রোববার,

১৪ সেপ্টেম্বর ২০২৫,

৩০ ভাদ্র ১৪৩২

রোববার,

১৪ সেপ্টেম্বর ২০২৫,

৩০ ভাদ্র ১৪৩২

Radio Today News

দোহায় ইসরায়েলি হামলা, কাতারে জড়ো হচ্ছেন আরব-মুসলিম নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Google News
দোহায় ইসরায়েলি হামলা, কাতারে জড়ো হচ্ছেন আরব-মুসলিম নেতারা

কাতারের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে মুসলিম দেশগুলোর নেতাদের এক জরুরি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিতব্য এই সম্মেলন থেকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি কঠোর খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করা হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল-আনসারির মতে, ইসরায়েলের এই কাপুরুষোচিত আগ্রাসনকে আরব ও ইসলামী বিশ্ব একযোগে প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, এই সম্মেলন আরব ও মুসলিম বিশ্বের ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংহতিরই প্রতিফলন।

উপস্থিত নেতাদের মধ্যে থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানও দোহায় থাকবেন, তবে তিনি বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

গত মঙ্গলবার দোহার ইসরায়েলের হামলায় হামাসের পাঁচ সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এ হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল, যার মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় রাজতন্ত্রগুলোও রয়েছে, যারা ইসরায়েলের প্রধান সমর্থক।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি গাজা যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিটিও সে দেশে অবস্থিত।

কিংস কলেজ লন্ডনের বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগ এই উদ্যোগকে ইসরায়েলের জন্য একটি স্পষ্ট বার্তা বলে মনে করছেন। তার মতে, উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের এই হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন এবং কূটনীতির উপর সরাসরি আক্রমণ।

তিনি বলেন, আসন্ন সম্মেলনটির উদ্দেশ্য হলো একটি "স্পষ্ট রেড লাইন" নির্ধারণ করা এবং ইসরায়েলকে এই বার্তা দেওয়া যে, তাদের আগ্রাসন বিনা শাস্তিতে পার পাবে না। একইসাথে এই সম্মেলন ফিলিস্তিনের বিষয়ে আরও দৃঢ় অবস্থান নিতে এবং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোকে উৎসাহিত করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের