
পাকিস্তানের পূর্বাঞ্চলে ব্যাপক বন্যার কারণে পাঞ্জাব প্রদেশ থেকে ২০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া সিন্ধু প্রদেশ থেকেও দেড় লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ইনাম হায়দার মালিক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার ভয়াবহতার চিত্র তুলে ধরতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মালিক বলেন, সামনের দিনগুলোতে আরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দিতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় তারা টনকে টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে কম্বল, তাঁবু ও পানি বিশুদ্ধকরণ যন্ত্র।
দেশটির সংবাদমাধ্যম দ্য ডনকে মালিক বলেছেন, বন্যার পানির স্তর শুকাতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। তারপরই হাজারো গ্রাম ও জমিতে পুনর্বাসন কার্যক্রম শুরু করা যাবে। আন্তর্জাতিক মেডিকেল কর্পস শুক্রবার এক হালনাগাদ তথ্যে জানিয়েছে, জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিতে দেশজুড়ে ৯০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে পাকিস্তানে বন্যার তীব্রতা বেড়েছে। অতিবৃষ্টিতে নদীগুলো উপচে পড়ছে।
রেডিওটুডে নিউজ/আনাম