শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৯ ভাদ্র ১৪৩২

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৯ ভাদ্র ১৪৩২

Radio Today News

এনসিপি নাই হয়ে গেছে : মোস্তফা ফিরোজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Google News
এনসিপি নাই হয়ে গেছে : মোস্তফা ফিরোজ

ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এনসিপি নাই হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেন, তারা কোনো প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই নেই, ডাকসুর ২৮টি পদের একটিতেও তাদের প্যানেলের প্রার্থীরা জিততে পারেননি। সম্প্রতি নিজের ফেসবুক পেজ ভয়েস বাংলায় দেওয়া এক ভিডিওতে তিনি এ কথা বলেন। 

মোস্তফা ফিরোজ বলেন, ছাত্রদল বা ছাত্রশিবির জুলাই গণ-অভ্যুত্থানের মূল নেতা বা ভূমিকায় ছিল, এটা কিন্তু এনসিপি কখনোই স্বীকার করে না।

এনসিপি বলে— তারাই ছিল আন্দোলনের মূল নেতা। 

তিনি বলেন, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আসলে এনসিপি নাই হয়ে গেছে। এনসিপির একটা প্যানেল ছিল গণতান্ত্রিক ছাত্রসংগঠন এবং সেখানে আব্দুল কাদের ভিপি প্রার্থী ১ হাজার আর বাকের মজুমদার জিএস প্রার্থী ২ হাজার ভোট পেয়েছে। অর্থাৎ তারা কোনো প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই নেই।

ডাকসুর ২৮টি পদের একটিতেও তাদের প্যানেলের প্রার্থীরা জিততে পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিতে এক বছর আগে যারা এত বড় গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে একটি পদও জোটেনি। এনসিপির অবস্থা কোথায় বুঝতে পারছেন?

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের