রোববার,

১৪ সেপ্টেম্বর ২০২৫,

২৯ ভাদ্র ১৪৩২

রোববার,

১৪ সেপ্টেম্বর ২০২৫,

২৯ ভাদ্র ১৪৩২

Radio Today News

আরো বাড়তে পারে বৃষ্টি, ৪ জেলায় বন্যার আশঙ্কা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২৩:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Google News
আরো বাড়তে পারে বৃষ্টি, ৪ জেলায় বন্যার আশঙ্কা

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেড়েছে গত দুইদিনে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার থেকে দেশে বৃষ্টিপাতের তীব্রতা আরো বাড়তে পারে। এ সময় দেশে তাপমাত্রা ও গরমের অনুভূতিও কমতে পারে। 

এদিকে দেশের উত্তরে ও উজানে ভারতের অংশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আগামী মঙ্গলবারের মধ্যে রংপুর বিভাগে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাড়তে পারে ধরলা ও দুধকুমার নদ-নদীর পানিও। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলেও সতর্ক করেছে পাউবো।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রবিবার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ। কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। 
আগামী সোমবার সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী ১৮ বা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
 
দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্য ৩৬টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শনিবার। মূলত চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি ছিল। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫১ মিলিমিটার। ঢাকায় এ সময় এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, ৩৫.৫ ডিগ্রি।

ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের