রোববার,

১৪ সেপ্টেম্বর ২০২৫,

২৯ ভাদ্র ১৪৩২

রোববার,

১৪ সেপ্টেম্বর ২০২৫,

২৯ ভাদ্র ১৪৩২

Radio Today News

রাজনৈতিক সিংহভাগ দলই পিআর পদ্ধতি চায়: চরমোনাই পীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২১, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Google News
রাজনৈতিক সিংহভাগ দলই পিআর পদ্ধতি চায়: চরমোনাই পীর

গতানুগতি ধারায় নির্বাচন হলে আবার ফ্যাসিস্ট তৈরি হবে বলে আশঙ্কা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সেকারণে রাজনৈতিক সিংহভাগ দলই পিআর পদ্ধতি চায় বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেছেন, সরকারের ঘোষিত মৌলিক সংস্কার না হলে কেন তাহলে আগে জাতীয় নির্বাচন হবে। যদি পরিবেশ তৈরি হয়, তাহলে ফেব্রুয়ারির দুই মাস আগেও নির্বাচন দিলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু গতানুগতি ধারায় যদি নির্বাচন হয়, তাহলে সেখানে আবার ফ্যাসিস্ট তৈরি হবে। আবার ভোট ডাকাতি হবে এবং আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে। এর জন্য তো এত মানুষ জীবন দেয়নি।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পর ইসলামের পক্ষে ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা বলেছি ইসলামের পক্ষে একটা বাক্স দেব। এভাবে চেষ্টা করছি। সে অবস্থানটা মাশাআল্লাহ খুব ভালোর দিকে। দেশপ্রেমিক সবাই আমাদের সঙ্গে আছে।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বলেন, রাজনৈতিক সিংহভাগ দলই পিআর পদ্ধতি চায়। তারা (বিএনপি) বলছে, নিজেদের স্বার্থের কারণে। আর সাধারণ মানুষও পিআর চায়।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মামুনুর রশিদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এম ওবায়েদুর রহমান, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোসলেহ উদ্দিন, ভোলা-৪ আসনের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের