
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায়। এরইমধ্যে পেরিয়ে গেছে প্রায় ৪২ ঘণ্টা। কিন্তু এখনো নির্বাচনের ফল ঘোষণা করতে পারেনি কমিশন। এ অবস্থায় জাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জামান জানিয়েছেন, তারা দুপুর আড়াইটার মধ্যে ভোট গণনা শেষ করে সন্ধ্যার মধ্যেই ফল প্রকাশ করতে পারবেন।
জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়েছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ ও জিএস পদে ৮ জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না।
একজন করে প্রার্থী ছিলেন ৬৭টি পদে। সে হিসাবে মাত্র ২৪টি পদে ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্য দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা ও ফল প্রকাশে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ভোট গণনায় বিলম্বের বেশ কিছু কারণ জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম। তিনি বলেছেন, প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিলো, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পেরেছি।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জামান জানান, তারা দ্রুত সময়ের মধ্যেই ফল ঘোষণার চেষ্টা করছেন।
রেডিওটুডে নিউজ/আনাম