শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৯ ভাদ্র ১৪৩২

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৯ ভাদ্র ১৪৩২

Radio Today News

পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. স্নিগ্ধা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৩, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Google News
পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. স্নিগ্ধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হলসংসদ নির্বাচন-২০২৫ এ কমিশনারের দায়িত্ব থেকে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার পর তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে ।

ড. রেজওয়ানা করিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।

এর আগে গতকাল (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থা ও ব্যর্থতা স্বীকার করে জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক মাফরুহী সাত্তার।

তিনি বলেন, ‘রাজনৈতিক চাপে নতি স্বীকার করিনি। একটি রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করলেও আমি কোনো চাপে পদত্যাগ করিনি।’

এদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান জানিয়েছেন, আজ দুপুর ২টার মধ্যে শেষ হবে জাকসুর ভোট গণনা, তবে সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করা হবে।

গতকাল (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ গণনা শুরু হয়। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের