বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

৩ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

৩ আশ্বিন ১৪৩২

Radio Today News

রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশ শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫

Google News
রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশ শুরু

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। দলটির নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

সমাবেশে উপস্থিত জামায়েতের নেতাকর্মীরা বলেন, একটা দলই শুধু পিআর চায় না। এ ছাড়া দেশের বাকি মানুষ পিআর পদ্ধতি চায়। পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে। না হলে মানা হবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিগুলো হলো

  • জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।
  • আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
  • নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ।
  • বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
  • স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

জানা গেছে, বক্তারা স্টেজ থেকেই বক্তব্য দেবেন। সেখানে থেকেই পরবর্তী কর্মসূচি দেয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের