বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

৩ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

৩ আশ্বিন ১৪৩২

Radio Today News

সারাদিনের পাওয়ার ভিভো ওয়াই২১ডি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ১৮ সেপ্টেম্বর ২০২৫

Google News
সারাদিনের পাওয়ার ভিভো ওয়াই২১ডি

প্রতিদিন যাদের নিরলস পরিশ্রম আমাদের জীবনকে সহজ করে তোলে, আর যাদের হাত ধরেই গড়ে ওঠে আগামীর স্বপ্ন তাদের জন্যই ভিভো নিয়ে এলো বাজেটে কড়া দেশের সেরা স্মার্টফোনভিভো ওয়াই২১ডি। কড়া বাজেটে ভিভো এই ফোনে দিচ্ছে অলরাউন্ড ওয়াটারপ্রুফ নিশ্চয়তা শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা ব্যবহারকারীদের দেবে সারাদিনের সুরক্ষা আর চার্জ নিয়ে দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞতা।

নতুন এই ফোনে থাকছে আইপি৬৮ আইপি৬৯+ রেটিংস যা এটিকে সাধারণ ওয়াটারপ্রুফিংয়ের চেয়ে এগিয়ে রেখেছে আরও এক ধাপ শুধু গভীর পানিতেই নয়, বরং ভারী বৃষ্টি এমনকি ফায়ার সার্ভিসের মত উচ্চচাপের পানির ধাক্কাও সহ্য করে নেয় ফোনটি। পাশাপাশি, ওয়াটার ইজেকশন প্রযুক্তি, এসজিএস মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এয়ারস্প্রিং ফোন কেস ফোনটিকে দেয় এক্সট্রা সুরক্ষা।

বাজেটে কড়া দেশের সেরা ফোনটি পাওয়া যাচ্ছে ৬জিবি ৮জিবি র‍্যামের ভ্যারিয়েন্টে ১২৮জিবি রমের সাথে। দাম যথাক্রমে ১৮,৯৯৯ টাকা ২০,৯৯৯ টাকা। এই বাজেটের স্মার্টফোনে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এক অসাধারণ সংযোজন। সাথে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জার মাত্র এক ঘন্টার চার্জেই দেয় সারাদিনের ব্যাটারি ব্যাকাপ। তাই, সারাদিনের কর্মব্যস্ততায় থাকছে না হরহামেশা চার্জ দেওয়া নিয়ে দুশ্চিন্তা। আর এক চার্জেই প্রায় ২২ ঘন্টা ইউটিউবে অথবা ১৯ ঘন্টা পর্যন্ত টিকটকে ভিডিও স্ট্রিম করা যাবে এই ফোন দিয়ে। প্রতিদিনের টাফ ব্যবহারেও ফোনটিতে বছরের ব্যাটারি হেলথ এর গ্যারান্টি দিচ্ছে ভিভো।

নজরকাড়া দুটি রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই২১ডি। একটি কোরাল রেড, যা প্রাণবন্ত এবং শান্ত রঙিন আভায় জীবনকে আনন্দিত করে। অন্যটি, চোখে পড়ার মতো জেড গ্রীন কালার।

মাল্টিমিডিয়া অভিজ্ঞতাকে আরও প্রিমিয়াম করে এর .৬৮-ইঞ্চি ডচ ডিসপ্লে। ৯০হার্জ রিফ্রেশ রেট ,০০০ নিটস পিক ব্রাইটনেস যেমন দেয় চোখ ধাঁধানো ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। তেমনি এর ৪০০% লার্জ ভলিউম ডুয়াল স্টেরিও স্পিকার দেয় ভিডিও বা গান শোনার ভিন্ন অভিজ্ঞতা।  

ফোনের ব্যাক প্যানেলে থাকছে ৫০ মেগাপিক্সেল এইচডি ক্যামেরা। সাথে থাকছে এআই ইরেজ ., মাল্টি স্টাইল পোট্রেট স্টাইলিশ নাইট ফিল্টার। সব মিলিয়ে ফোনটি নিশ্চিত করে ক্রিয়েটিভ ফটোগ্রাফি অভিজ্ঞতা। 

এছাড়াও, ফার্স্ট সেল সপ্তাহে ভিভো ওয়াই২১ডি ক্রেতাদের জন্য থাকছে বিশেষ সুযোগ। ফোনটি কেনার পাশাপাশি তারা একটি লাকি ড্র-তে অংশ নিতে পারবেন, যেখানে পুরস্কার হিসেবে থাকছে রিরো ডাব্লিউ১ স্মার্টওয়াচ অথবা রিরো নেকব্যান্ড। এছাড়াও থাকছে ৫৭০০ টাকা ডাউন পেমেন্টে মোমো কিস্তিতে ওয়াই২১ডি কেনার সুযোগ।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের