গণতন্ত্র ও দেশের শত্রুরাই ওসমান হাদিকে হত্যা করেছে: তারেক রহমান

শুক্রবার,

১৯ ডিসেম্বর ২০২৫,

৫ পৌষ ১৪৩২

শুক্রবার,

১৯ ডিসেম্বর ২০২৫,

৫ পৌষ ১৪৩২

Radio Today News

গণতন্ত্র ও দেশের শত্রুরাই ওসমান হাদিকে হত্যা করেছে: তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৬, ১৯ ডিসেম্বর ২০২৫

Google News
গণতন্ত্র ও দেশের শত্রুরাই ওসমান হাদিকে হত্যা করেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সুদুরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই এই রক্তপাত।’ তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে দেশব্যাপী খুন, জখম চালাচ্ছে। কোন সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই এই রক্তপাত।’

বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোক বার্তায় তারেক রহমান এসব কথা বলেন।

গত ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার চক্রান্তকারী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আজ বৃহস্পতিবার রাত ৯-৩০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন, গণতন্ত্র ও দেশের শত্রুরাই শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করার পর আজ সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। এটি একটি চক্রান্তমূলক রাজনৈতিক হত্যা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা আবারও দেশে দু:শাসন কায়েমের জন্য রক্ত ঝরাচ্ছে। ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস এবং ভোট ও নির্বাচনকে বানচাল করতেই শরিফ ওসমান হাদির ওপর হামলা তারই বহিঃপ্রকাশ।

তিনি বলেন,  এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওঁত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। সকলে ঐক্যবদ্ধভাবে এই রক্তপীপাসু সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই নিবেদিত তরুণ রাজনীতিকের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের