বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

শনিবার,

০৩ জানুয়ারি ২০২৬,

২০ পৌষ ১৪৩২

শনিবার,

০৩ জানুয়ারি ২০২৬,

২০ পৌষ ১৪৩২

Radio Today News

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২৭, ৩ জানুয়ারি ২০২৬

Google News
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

বগুড়া-৬ (সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র পরীক্ষা করে এ সিদ্ধান্ত দেন।

একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

অপর দিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে এই আসনে বৈধ ও বাতিল প্রার্থীদের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের