হাদি হত্যাকাণ্ডে বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

রোববার,

০৪ জানুয়ারি ২০২৬,

২১ পৌষ ১৪৩২

রোববার,

০৪ জানুয়ারি ২০২৬,

২১ পৌষ ১৪৩২

Radio Today News

হাদি হত্যাকাণ্ডে বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৮, ৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০৯, ৩ জানুয়ারি ২০২৬

Google News
হাদি হত্যাকাণ্ডে বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এ ঘটনায় বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ (শনিবার, ৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অভিযুক্তরা বর্তমানে কোথায় অবস্থান করছে, সে বিষয়ে এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত অতিক্রম করে অন্যত্র পালিয়ে থাকতে পারে।’

তিনি জানান, বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতির সুযোগ দেয়া হবে না। সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ দিন সকাল থেকেই মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবকও অর্পণ করেন তিনি।

পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহিদ তিনজনের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের