আইপিএল শুরু হওয়ার আগেই মোস্তাফিজকে শিবসেনা নেতার হুমকি

শনিবার,

০৩ জানুয়ারি ২০২৬,

১৯ পৌষ ১৪৩২

শনিবার,

০৩ জানুয়ারি ২০২৬,

১৯ পৌষ ১৪৩২

Radio Today News

আইপিএল শুরু হওয়ার আগেই মোস্তাফিজকে শিবসেনা নেতার হুমকি 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৮, ২ জানুয়ারি ২০২৬

Google News
আইপিএল শুরু হওয়ার আগেই মোস্তাফিজকে শিবসেনা নেতার হুমকি 

আসন্ন আইপিএলের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই চরমে পৌঁছেছে মাঠের বাইরের উত্তাপ। আর এই উত্তাপের মূলে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। আইপিলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে টাইগার এই পেসারকে দলে ভেড়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

বর্তমানে বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্ক কিছুটা বৈরি। এমন অবস্থায় মোস্তাফিজকে দলে ভিড়িয়ে ভারতের রাজনৈতিক নেতারদের তোপের মুখে পড়েছেন শাহরুখ খান। এমনকি বলিউডের এই সুপারস্টারকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দেন উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম।   

বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ এনে এবার মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। শুধু তাই নয়, মোস্তাফিজকে পরোক্ষভাবে হুমকিও দিয়েছেন এই নেতা।

সংবাদ সংস্থা এএনআইকে সঞ্জয় নিরুপম বলেন, ‘যখন পুরো দেশ বাংলাদেশের ওপর রাগান্বিত ও ক্ষুব্ধ, এমনকি বাংলাদেশি কারও সঙ্গে ভারতীয় কোনো নাগরিকের ন্যূনতম সংযোগ নেই, ফলে তাদের কেউ এলে সেই ক্রোশের শিকার হবেন।’

শিবসেনার এই নেতা আরও বলেন, ‘যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার শাহরুখ খানের দলে থাকে, তিনি মেজর টার্গেট হওয়ার আগেই আমাদের অনুরোধ তাকে যেন বাদ দেওয়া হয়। এটি তার নিজের জন্যই ভালো হবে এবং তাতে ভারতের স্বার্থও রক্ষা হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের