আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

বুধবার,

০৭ জানুয়ারি ২০২৬,

২৪ পৌষ ১৪৩২

Radio Today News

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩১, ৬ জানুয়ারি ২০২৬

Google News
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রংপুর সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর এটি তার প্রথম ঢাকার বাইরে যাত্রা। এই সফরের শুরুতে তিনি বগুড়ায় যাবেন। সেখানে তাঁর সর্বশেষ সফর ছিল প্রায় ১৯ বছর আগে। বিএনপির গুলশান কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী রোববার সন্ধ্যার দিকে তারেক রহমান বগুড়ায় পৌঁছে একটি হোটেলে রাত্রিযাপন করবেন। 

পরদিন সকাল দশটায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপির আয়োজিত গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি শেষে তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন।

বগুড়া জেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। 

প্রায় ১৯ বছর ১৮ দিন পর তাঁর এই আগমনকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফর উপলক্ষে জেলা বিএনপি ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভাও করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের