শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

এনসিক্যাম অনলাইনে নিরাপদ থাকার কৌশল শেখাতে প্রচারণা চালাবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩০, ১ অক্টোবর ২০২২

আপডেট: ০২:৩৭, ৮ অক্টোবর ২০২২

Google News
এনসিক্যাম অনলাইনে নিরাপদ থাকার কৌশল শেখাতে প্রচারণা চালাবে

এনসিক্যামের সংবাদ সম্মেলন

অনলাইনে নিরাপদ থাকার কৌশল শেখাতে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটি(এনসিক্যাম) সারাদেশে কাল থেকে মাসব্যাপী প্রচারণা চালাবে। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ)-এর নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি উপলক্ষে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিক্যাম জানিয়েছে, প্রতিবছর অক্টোবর মাসে সচেতনতা মাস উদযাপন করা হয়ে থাকে আন্তর্জাতিকভাবে। 'নিরাপদ অনলাইন কঠিন তো নয়, সতর্ক থাকলেই হয়' প্রতিপাদ্যে বৈশ্বিক এ উদ্যোগের অংশ হতে এ বছর মাসব্যাপী প্রচারণার সাথে সাথে বিভিন্ন কর্মশালা, সভাসহ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। 

সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটির (এনসিক্যাম) সমন্বয়ক কাজী মুস্তাফিজ জানিয়েছেন, চলতি (অক্টোবর) মাসের প্রতি সপ্তাহে ধাপে ধাপে অ্যাকউন্টে একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা, নিয়মিত সফটওয়্যার হালনাগাদ, শক্তিশালী পাসওয়ার্ড, ফিশিং আক্রমণ চেনা ও অভিযোগের পদ্ধতি শেখানো হবে এ প্রচারণায়। প্রচারণার অংশ হিসেবে সারাদেশের বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে যুক্ত করারও উদ্যোগ নিয়েছে (এনসিক্যাম)। cyberawarebd.com ঠিকানায় ওয়েবসাইটে নিবন্ধন করার মাধ্যমে যেকোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠন অংশ নিতে পারবেন এই কর্মসূচিতে।

সংবাদ সম্মেলনে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটির সদস্য মো. মুশফিকুর রহমান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)-এর যুগ্ম মহাসচিব মো.আব্দুল কাইউম, এবং মোবাইল অপারেটর রবির সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের