রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

`দ্যা হান্ড্রেড` টুর্নামেন্টে অবিক্রিত সাকিব-লিটনরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৪১, ২৪ মার্চ ২০২৩

Google News
`দ্যা হান্ড্রেড` টুর্নামেন্টে অবিক্রিত সাকিব-লিটনরা

সাকিব আল হাসান (ফাইল ছবি)

'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে এবারও দল পাননি সাকিব আল হাসান। আগের আসরগুলোর মতো এবারও সুযোগ এলো না তার। সাকিবের মতো বাংলাদেশের বাকি ক্রিকেটাররাও অবিক্রীত থেকে গেছেন।

আরও পাঁচ ক্রিকেটারের নাম ছিল নিলামে। লিটন দাস, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, নাসুম আহমেদ ও আফিফ হোসেন ধ্রুবর নাম ছিল তালিকায়। এদিকে নারী দ্য হান্ড্রেডের ড্রাফটে পেসার জাহানারা আলমেরও নাম দেয়া ছিল। কিন্তু তাকেও কেউ কিনতে আগ্রহ দেখায়নি।

ড্রাফটে সাকিবের মূল্য ছিল ১ লাখ ২৫ হাজার পাউন্ড। সর্বোচ্চ ক্যাটাগরিতেই ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে কেউ ভিত্তিমূল্যেও নেয়নি তাকে।

লিটন দাসের ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড। ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন আফিফ হোসেন। আর বাকিরা ছিলেন ভিত্তিমূল্যহীন। 

শুধু যে সাকিব-লিটনরা দল পাননি তা কিন্তু নহ। এবারের আসরে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, রাইলি রুশো, ট্রেন্ট বোল্ট, কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেলের মতো টি-টোয়েন্টির বড় তারকারাও রয়ে গেছেন অবিক্রীত।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের