বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ফাহাদ-তাহসিনের জয় দিয়ে শুরু দুবাই ওপেনে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ২৮ আগস্ট ২০২২

Google News
ফাহাদ-তাহসিনের জয় দিয়ে শুরু দুবাই ওপেনে

সংগৃহিত ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে শুরু হয়েছে দুবাই ওপেন চেস টুর্নামেন্ট। টুর্নামেন্টের ২২তম আসরে বাংলাদেশের পাঁচ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।

আমিরাতের দুবাই চেস অ্যান্ড কালচারাল ক্লাবে উদ্বোধনী রাউন্ডে শনিবার রাতে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৪০১) স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের ফিদেমাস্টার আহমেদ ফরিদকে (১৯২০) এবং ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২১) সংযুক্ত আরব আমিরাতের আল জাবি তালালকে (১৫৪৬) পরাজিত করেন।

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (২৪২৭) সংযুক্ত আরব আমিরাতের ক্যান্ডিডেটমাস্টার খলিফা খালেদ এর (১৯৬৮) বিপক্ষে ওয়াকওভার পেয়েছেন।

ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২২১১) ভারতের গ্র্যান্ডমাস্টার অরবিন্দ চিদমবরামের (২৬১৪) কাছে এবং ফিদেমাস্টার তৈয়বুর রহমান সুমন (২২০২) অস্ট্রেলিয়ার গ্র্যান্ডমাস্টার তিমুর কাইবোকারভের (২৫৮৩) কাছে পরাজিত হয়েছেন।

৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৩৫টি দেশের ১৭১ জন দাবাড়ু অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। এর মধ্যে ৩৫টি দেশের ৩০ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৩০ জন আন্তর্জাতিকমাস্টার, ৩ জন নারী আন্তর্জাতিকমাস্টার, ৩০ জন ক্যান্ডিডেটমাস্টার ও ১ জন নারী ক্যান্ডিডেটমাস্টার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের