শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইতিহাসের কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার অভিমন্যু!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:২৬, ২ জুলাই ২০২১

আপডেট: ০১:৪৩, ২ জুলাই ২০২১

Google News
ইতিহাসের কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার অভিমন্যু!

অভিমন্যু মিশ্র

বয়স মাত্র ১২ বছর! আর এইটুকুন বয়সেই কিনা দাবার মতো কঠিন জগতে ইতিহাস সৃষ্টি গড়ে ফেলেছে অভিমন্যু মিশ্র।

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এই ক্ষুদে দাবাড়ু গত বুধবার ইতিহাসের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার খ্যাতি অর্জন করেছেন। 

১৯ বছর আগে ইউক্রেনের সার্জে কার্জাকিনের করা রেকর্ড ভেঙে দিয়েছেন। ১২ বছর ৭ মাস বয়সে ২০০২ সালের আগস্টে কার্জাকিন কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড গড়েছিলেন কার্জাকিন। কিন্তু বহু পুরনো এই রেকর্ড ভাঙ্গতে সময় লেগেছে ১২ বছর ৪ মাস ২৫ দিন।

অভিমন্যুর জন্ম ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি। ইতিহাস গড়া এই কিশোরের পরিবার থাকে আমেরিকার নিউ জার্সিতে। অভিমন্যু হাঙ্গেরিতে একটি দাবা রেটিং টুর্নামেন্টে তিনটি আইএম রেটিং পূর্ণ করেছেন গত বুধবারই। ২৫০০ এলো রেটিংও সম্পূর্ণ করেছেন। ভারতের লুকা মেন্ডোজাকে হারিয়েছেন দাবার এই বিস্ময় প্রতিভা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের