চার বলে চার উইকেট নিয়ে আয়ারল্যান্ড পেসারের ইতিহাস

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

Radio Today News

চার বলে চার উইকেট নিয়ে আয়ারল্যান্ড পেসারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:১২, ১৮ অক্টোবর ২০২১

আপডেট: ২৩:২৭, ১৮ অক্টোবর ২০২১

Google News
চার বলে চার উইকেট নিয়ে আয়ারল্যান্ড পেসারের ইতিহাস

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় দিনেই আসরের প্রথম হ্যাটট্রিক করে ফেলেন আয়ারল্যান্ডের ডানহাতি পেসার কার্টিস ক্যামফার।

পরপর চার বলে চার উইকেট নিয়ে গড়েছেন ইতিহাস। বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে চার বলে চার উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করলেন তিনি। 

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ইনিংসের দশম ওভারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নেয়ার মাধ্যমে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের পাশাপাশি চার বলে চার উইকেট নেয়ার বিরল রেকর্ড গড়েছেন ক্যামফার। 

ইনিংসের নয় ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ ছিলো ২ উইকেটে ৫০ রান। ক্যাম্ফারের অবিশ্বাস্য ওভারের পর তাদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৫২ রান। এই ওভারে সাজঘরে ফিরেছেন কলিন অ্যাকারম্যান (১১), রায়ান টেন ডেসকাট (০), স্কট এডওয়ার্ডস (০) ও রোয়েলফ ফন ডার মারউই (০)।

রেডিওটুডে নিউজ/এসএস/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের