ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক বুচার বলেছেন, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া ভবিষ্যতের বৈশ্বিক টুর্নামেন্টগুলোর জন্য একটি দৃষ্টান্ত হওয়া উচিত, যাতে খেলাটির স্বচ্ছতা ও মর্যাদা রক্ষা করা যায়। তার মতে, কোনো দল যদি নিরাপত্তা বা অন্য কারণে আয়োজক দেশে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে ভবিষ্যতে সেই দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়াই নিয়ম হওয়া উচিত।
নিরাপত্তাশঙ্কায় ভারতে বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে আইসিসিকে ভেন্যু বদলের অনুরোধ জানায় বিসিবি। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দেয়, বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। কিন্তু বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় তাদের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। যা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে মাঠে গড়াবে।
উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে ৫৩ বছর বয়সী বুচার বলেন, ‘আমার মনে হয়, এটাই (বাংলাদেশকে বাদ দেয়া) এমন একটা দৃষ্টান্ত, যেটা অনুসরণ করা যেতে পারে। কোনো দল, সরকারি সিদ্ধান্তে হোক বা নিজেদের কারণে হোক, যদি নিরাপত্তা বা অন্য কোনো কারণে কোনো দেশে গিয়ে খেলতে না চায়, তাহলে তাদের বাদ দেওয়া উচিত। পরের দল সুযোগ পাবে, আর টুর্নামেন্ট চলবে তাদের ছাড়া। আমার মনে হয়, এটাই হওয়া উচিত অনুসরণযোগ্য নজির।’
সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে ঘটনার সঙ্গে এই পরিস্থিতির তুলনা টানেন বুচার, 'ভারতের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তানের সঙ্গে সমস্যা হয়েছিল। শেষ পর্যন্ত সমাধান হয়েছিল দুবাইয়ে ম্যাচ আয়োজনের মাধ্যমে, ফাইনালসহ। ক্রিকেটের ইতিহাসে অনেকবারই দেখা গেছে, কোনো দলকে মানিয়ে নিতে টুর্নামেন্টের কাঠামো পাল্টানো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে হচ্ছে, সেটা আগে দেখা যায়নি।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। বিসিসিআইয়ের সেই সিদ্ধান্তের পর আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বিসিসিআইয়ের মধ্যে একটি সমঝোতা হয়। সেখানে ঠিক করা হয়, টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। একই সঙ্গে বলা হয়, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে আইসিসি ইভেন্টে ভারত–পাকিস্তানের সব ম্যাচই হবে নিরপেক্ষ ভেন্যুতে।
বুচারের মতে, আর্থিক বা রাজনৈতিক প্রভাবের চেয়ে ক্রিকেটের সততাই বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তিনি আরও বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অবস্থানটা এতটাই স্পষ্ট ছিল যে দূর থেকে দেখলেও বোঝা যাচ্ছিল কী হতে যাচ্ছে। আমি একেবারেই এটা বলছি না যে সবাই ভারতের মতো অবস্থানে আছে—তা নয়। কিন্তু তারপরও খেলাটার সততা অর্থের উৎসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত।”
ক্রিকেট পরিবার থেকে উঠে আসা মার্ক বুচার ইংল্যান্ডের হয়ে ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৭১টি টেস্ট ক্রিকেট খেলেন। ৮ সেঞ্চুরি ২৩ ফিফটিসহ করেছেন ৪২৮৮ রান। আন্তর্জাতিক ক্রিকেটে বাকি দুই সংস্করণে তিনি খেলেননি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮০ ম্যাচে ৩৮ সেঞ্চুরিসহ ১৭৮৭০ রান করেছেন বুচার। ১৩টি ঘরোয়া টি-টুয়েন্টিতে দুটি ফিফটি আছে তার।
রেডিওটুডে নিউজ/আনাম

