শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

আইসিসির নতুন সদস্যপদ পেল ৩ রাষ্ট্র

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৪, ১৯ জুলাই ২০২১

আপডেট: ২০:৫৫, ১৯ জুলাই ২০২১

Google News
আইসিসির নতুন সদস্যপদ পেল ৩ রাষ্ট্র

তিনটি নতুন দেশকে সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আরও তিনটি নতুন দেশকে সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সংস্থাটির ৭৮তম বার্ষিক সভায় মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ডকে সহযোগী সদস্য হিসেবে যোগ করা হয়েছে।

ভার্চুয়ালি হওয়া এই সভায় এশিয়া অঞ্চলের ২২ ও ২৩তম সদস্যপদ দেয়া হয়েছে মঙ্গোলিয়া ও তাজিকিস্তানকে। ইউরোপ অঞ্চলের ৩৫তম সদস্য হয়েছে সুইজারল্যান্ড।
 
একই বিবৃতিতে আইসিসি আরও জানায়, জাম্বিয়া ও রাশিয়া তাদের সদস্যপদ হারিয়েছে। আইসিসির গঠনতন্ত্রের অন্তত ৩টি ধারা পূরণ করতে না পারায় তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে। তবে পুনরায় সদস্য হওয়ার সুযোগ থাকছে এ দুই দেশের সামনে।

এর ফলে সব মিলিয়ে বর্তমানে আইসিসির সদস্যের সংখ্যা বেড়ে হলো ১০৬। এর মধ্যে টেস্ট খেলুড়ে ১২টি দেশ পূর্ণ সদস্য এবং বাকি ৯৪টি দেশ সহযোগী সদস্য হিসেবে রয়েছে। 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের