
লিবিয়া থেকে আরও ১৭৭ বাংলাদেশি অভিবাসী দেশে ফিরছেন। বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টা ১৫ মিনিটে বুরাক এয়ারের (ফ্লাইট নম্বর ইউজেড২২২) একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে বুধবার (৩০ এপ্রিল) প্রকাশিত এক পোস্টে জানানো হয়, প্রত্যাবাসিতদের মধ্যে ২৫ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং বাকি ১৫২ জন বিপদগ্রস্ত অবস্থায় লিবিয়ার পূর্বাঞ্চল ও বেনগাজী এলাকা থেকে স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৬ জন শারীরিকভাবে অসুস্থ বলে জানানো হয়।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে অভিবাসীদের বিদায় জানান। এ সময় দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) এবং মিনিস্টার (শ্রম)–সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত অভিবাসীদের উদ্দেশ্যে বলেন, “অবৈধভাবে বিদেশে পাড়ি জমানো জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর পরিণতি অনেক ভয়াবহ হতে পারে। যারা দেশে ফিরছেন, তারা যেন নিজ নিজ এলাকায় মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেন এবং চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করেন।”
তিনি ফ্লাইট পরিচালনায় সহায়তা করার জন্য লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
দূতাবাস জানায়, এটি লিবিয়া থেকে বাংলাদেশিদের ফেরত আনার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, যার মাধ্যমে এখন পর্যন্ত শত শত বিপদগ্রস্ত অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরেছেন।