সোমবার,

২৩ জুন ২০২৫,

৯ আষাঢ় ১৪৩২

সোমবার,

২৩ জুন ২০২৫,

৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

দিল্লিতে গিয়ে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫১, ২৪ মে ২০২৫

Google News
দিল্লিতে গিয়ে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে আটক ২৪ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে তাদের ফেরত দেওয়া হয়। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ওই ব্যক্তিরা কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়েছিলেন। পরে দেশে ফেরার সময় বিএসএফ তাদের আটক করে। তবে তারা ঠিক কত দিন আগে কাজের জন্য ভারতে গিয়েছিলেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।  

পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন। এ ছাড়া বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবির ১০ জন সদস্য ও বিএসএফের ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আটক বাংলাদেশিদের আনুষ্ঠানিকভাবে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি। ওই ২৪ জনের মধ্যে পুরুষ ৮ জন, নারী ৮ জন ও আট শিশু ছিল। তারা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫), তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯), তাসলিমা (৭), তানেকা বেগম (৪৬), তাহেরা খাতুন (৭), দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩), তার স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১), তার স্ত্রী সাথী বেগম (২৮), শহিদুল (৯), কাজলী (২), উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫), তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩), আশিক বাবু (১৪), জান্নাতি খাতুন (১৯), রবিউল (২২), ১০ মাস বয়সী জুনায়েদ, উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫), তার স্ত্রী আলমিনা বেগম (২৯), হাছিনা (১৩), আরিফ (৪), আরমান (২) এবং জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)। 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের