শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৩:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ০৩:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২২

Google News
র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী 

ফাইল ছবি

র‌্যাবের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, 'কখন বা কবে নাগাদ এটি হবে জানি না। আমরা চেষ্টা করছি। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা আছে।'

সম্প্রতি এক তথ্য অনুযায়ী দুবাইয়ের আবাসন খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে বাংলাদেশিরা। এ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই বিষয়ে আমরা জানি না। শুধু পত্রিকায় দেখেছি।'

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমান নাসির। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। 

অনুষ্ঠানে আমিরাতের ২১ জন সিআইপির হাতে সম্মাননা পদক তুলে দেন। 
 

রেডিওটুডে নিউজ/এসএ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের