শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ভারতীয়দের জন্য পুনরায় চালু হচ্ছে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪:৪৬, ২৫ মার্চ ২০২২

Google News
ভারতীয়দের জন্য পুনরায় চালু হচ্ছে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা

ফাইল ছবি

ভারতীয় নাগরিকদের পুনরায় চালু হচ্ছে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা। বৃহস্পতিবার (২৪ মার্চ) কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

দীর্ঘ দুই বছর পর শুক্রবার (২৫ মার্চ) থেকে চালু হচ্ছে এই ট্যুরিস্ট ভিসা। 

তৌফিক হাসান বলেন, ইতোমধ্যে কলকাতার সল্ট লেকে বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু হয়েছে। সেখানে ভারতীয় নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ করা হবে। আবেদনের সাথে বুস্টার ডোজ নেয়া কোভিড-১৯ সনদের ফটোকপি জমা দিতে হবে।

উল্লেখ্য, পূর্বে বাংলাদেশের ভিসার জন্য ভারতীয় নাগরিকদের কোনো ফি নেওয়া হতো না। তবে এখন প্রসেসিং ফি বাবদ নগদ বা অনলাইনে ৮২৫ রুপি জমা সাপেক্ষে নিতে হবে ভিসা।গুণতে হবে। উক্ত ভিসায় সড়ক, বিমান ও রেলপথে বাংলাদেশে আসতে পারবেন ভারতীয়রা। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নেয়া হবে ভিসা আবেদন।

রেডিওটুডে নিউজ/এসএ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের