মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

‘আব্বু কোনো দলের না, তিনি ছিলেন সার্বজনীন দেশের সম্পদ’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৫, ৫ সেপ্টেম্বর ২০২২

Google News
‘আব্বু কোনো দলের না, তিনি ছিলেন সার্বজনীন দেশের সম্পদ’

অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু বাবার পৃথিবী ছেড়ে যাওয়ার দিনে দেশে ছিলেন না গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে গায়িকা দিঠি। বাবাকে শেষ বিদায় জানাতে দেশে ফিরেছেন তিনি। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলেন তিনি।

এসময় কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার আব্বুকে আপনারা দলীয়ভাবে বিচার করবেন না। আব্বু কোনো দলের না। তিনি সার্বজনীন- দেশের সম্পদ ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সেভাবেই মূল্যয়ন করেছেন।’

তিনি বলেন, “আব্বু আমাকে বলেছেন, ‘আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। রাষ্ট্রের অন্যতম সেরা ‘একুশে পদক’সহ কত যে পুরস্কার পেয়েছি তার কোনো হিসেব নেই। কিন্তু আমার একটাই আফসোস আছে মা। মৃত্যুর আগে যদি স্বাধীনতা পুরস্কারটা পেতাম তাহলে আমার জীবনের কোনো অপূর্ণতা থাকতো না। আমার বাবার সেই ইচ্ছে পূরণ হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই।”

কাঁন্নাজড়িত কণ্ঠে এই গীতিকবি কন্যা আরও যোগ করেন, ‘আমার বাবা মানুষের এত প্রিয় ছিলেন। জীবনে কখনো কাউকে তার সমালোচনা করতে দেখিনি। আমরা গর্বিত তার সন্তান হতে পারে। সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই।’

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের