
সরকারিভাবে ঈদের ছুটি শুরু হচ্ছে পরশু বুধবার (১০ এপ্রিল)। তবে অনেক বেসরকারি অফিসে ছুটি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৯ এপ্রিল)।
এর আগেই রাজধানীর ব্যাংক পাড়া খ্যাত মতিঝিলে যেন ছুটির আমেজ দেখা যাচ্ছে। অফিসে উপস্থিতি কম। ফুটপাতের দোকানেও নেই ক্রেতা। চাপ কমে গেছে মেট্রোরেলেও।
সোমবার (৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত মতিঝিলের অফিসপাড়া সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়। ব্যাংকগুলোতে স্বাভাবিক দিনের মতো গ্রাহকের উপস্থিতি দেখা যায়নি।
কর্মকর্তা-কর্মচারীর সংখ্যাও ছিল কম। গ্রাহক উপস্থিতি কম বলে কাজও দেখা গেছে ঢিলে-ঢালা। যারা উপস্থিত, তাদের অন্যের সঙ্গে খোশগল্পে দেখা গেছে। শাপলা চত্বরের পশ্চিম পাশে এক্সিম ব্যাংক পিএলসিতে দেখা যায়, গ্রাহক কম। যারা আছেন, লেনদেন করে দ্রুত চলে যাচ্ছেন। এক্সিম ব্যাংকের গ্রাহক আমিরুল হক বলেন, অনলাইনে লেনদেন হওয়ার কারণে এমনিতে শাখায় আসা প্রয়োজন হয় না। তারপরও শাখায় যেটুকু প্রয়োজন হয় অনেকে হয়তো গত বৃহস্পতিবার শেষ করেছেন। আমি এসেছি একটি চেক নগদায়নের জন্য। জমা দিয়েই চলে যাচ্ছি।
এমএমএইচ/রেডিওটুডে