৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ৩৮১ কোটি টাকা

বুধবার,

৩১ ডিসেম্বর ২০২৫,

১৭ পৌষ ১৪৩২

বুধবার,

৩১ ডিসেম্বর ২০২৫,

১৭ পৌষ ১৪৩২

Radio Today News

৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ৩৮১ কোটি টাকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৯, ৩১ ডিসেম্বর ২০২৫

Google News
৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ৩৮১ কোটি টাকা

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৮১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ২৮০ টাকা। পাশাপাশি চীন থেকে প্রায় ৯৮ কোটি টাকায় ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিনেটস কোম্পানি থেকে ১৪তম লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৯০ কোটি ৫৯ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা।

অন্যদিকে, একই অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এ বাবদ ব্যয় ধরা হয়েছে ১৯০ কোটি ৫৯ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে টিএসপিসিএল-এর জন্য চীনের গুয়াংজি পেংইউ ইকো-টেকনোলজি কোং লিমিটেড থেকে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৯৭ কোটি ৭০ লাখ ৪১ হাজার ০৮ টাকা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের