বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ছিল আকস্মিক, তবে দেশের প্রয়োজনে তিনি ছিলেন অপরিহার্য এক নেতৃত্ব। বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক পথচলার সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, দেশের সংকটকালে খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করে গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এর আগে লাল-সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে করে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়। বেলা ১১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসা থেকে অ্যাম্বুলেন্সটি রওয়ানা হয়ে পৌনে ১২টার দিকে সেখানে পৌঁছায়।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। সকাল ৮টা ৫৫ মিনিটে হাসপাতাল থেকে মরদেহ বের করে গুলশানের বাসায় নেওয়া হলে সেখানে নেতাকর্মী ও স্বজনেরা শেষ শ্রদ্ধা জানান।
জানাজাকে ঘিরে প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে জড়ো হন হাজারো মানুষ। এছাড়া ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন। পুরো রাজধানীতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।
রেডিওটুডে নিউজ/আনাম

