তারেক রহমানকে শোকবার্তা হস্তান্তর করলেন নেপাল, ভূটানের পররাষ্ট্রমন্ত্রীরা

বুধবার,

৩১ ডিসেম্বর ২০২৫,

১৭ পৌষ ১৪৩২

বুধবার,

৩১ ডিসেম্বর ২০২৫,

১৭ পৌষ ১৪৩২

Radio Today News

তারেক রহমানকে শোকবার্তা হস্তান্তর করলেন নেপাল, ভূটানের পররাষ্ট্রমন্ত্রীরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৬, ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:১৭, ৩১ ডিসেম্বর ২০২৫

Google News
তারেক রহমানকে শোকবার্তা হস্তান্তর করলেন নেপাল, ভূটানের পররাষ্ট্রমন্ত্রীরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে  প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি এন ধুংগেল।  বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। 

গতকাল সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান খালেদা জিয়া। ৭৯ বছরের অর্জনপূর্ণ জীবনের অবসানে তাঁর জন্য শোকস্তব্ধ বাংলাদেশ। শুধু কর্মী-সমর্থক নন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী-প্রতিযোগী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। 

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বুধবার বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মো. আব্দুল মালেক।

খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানাজা শেষে খালেদা জিয়াকে দাফন করা হচ্ছে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের