বুধবার,

২১ মে ২০২৫,

৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বুধবার,

২১ মে ২০২৫,

৭ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

আমদানিতে নিষেধাজ্ঞা, স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩২, ২১ মে ২০২৫

Google News
আমদানিতে নিষেধাজ্ঞা, স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। যে কারণে আজ বুধবার ভারতে মাছ যায়নি।

ব্যবসায়ীরা জানান, ভারতে ডলারের দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের ভারতে মাছ রপ্তানি করা হবে। এদিকে গত তিনদিন ধরে বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। ভারত ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

আখাউড়া স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, ভারতের নিষেধাজ্ঞার ৪র্থ দিনে আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি হলো সিমেন্ট ও ভোজ্য তেল। আজ বুধবার ৫ গাড়ি সিমেন্ট ও ৭৫ টন ভোজ্য তেল ভারতে গেছে। তবে বেলা শেষে রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সময় তিনি জানান, আজ বন্দরে শুধু সিমেন্ট ও ভোজ্যতেলই এসেছে রপ্তানির উদ্দেশ্যে।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. নেসার আহমেদ ভূঁইয়া জানান, ‘ভারতে ডলারের দাম বেড়েছে। আমরা বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। যে কারণে একদিন মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে।’ 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের