
দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক ঈদ-উল-আযহা উপলক্ষে আয়োজন করেছে তার সিগনেচার উৎসব “ঈদ বাজার” – যেখানে একসাথে মিলছে কেনাকাটা, খাবার ও বিনোদনের অনন্য এক অভিজ্ঞতা।
১৫০০+ দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড নিয়ে এবারের ঈদ বাজার সাজানো হয়েছে ঈদের কেনাকাটার সেরা গন্তব্য হিসেবে। এখানে থাকছে ঐতিহ্যবাহী পোশাক, ডিজাইনার কালেকশন, ইলেকট্রনিক্স, এক্সেসরিজ, জুতা, পারফিউম, হোম ডেকর সহ আরও অনেক কিছু। ফ্যাশন, লাইফস্টাইল এবং টেক ক্যাটাগরিতে থাকছে বিশেষ ঈদ ছাড়, এক্সক্লুসিভ লঞ্চ এবং আকর্ষণীয় বান্ডেল অফার। এছাড়াও বিকাশ, নগদ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংক কার্ডে থাকছে বিশেষ ক্যাশব্যাক ও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার, যা আপনার ঈদের কেনাকাটাকে করবে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক।
কেনাকাটার পাশাপাশি যমুনা ফিউচার পার্ক আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে এর বিস্তৃত ফুড কোর্ট ও প্রিমিয়াম ডাইনিং রেস্টুরেন্টগুলোতে বৈচিত্র্যময় খাদ্যরসিক অভিজ্ঞতা উপভোগ করার জন্য। দেশীয় খাবার থেকে শুরু করে এশিয়ান ডিশ কিংবা গ্লোবাল ফাস্ট ফুড—প্রত্যেকের রুচি ও পছন্দের জন্য কিছু না কিছু থাকছেই।
ঈদের ছুটিতে যারা বিনোদনের খোঁজে, তাদের জন্য ফিউচার ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্কে থাকছে নানা রকমের রোমাঞ্চকর রাইড ও ভার্চুয়াল রিয়েলিটি গেম। এছাড়াও, প্লেয়ারস ক্লাব-এ উপভোগ করতে পারবেন বোলিং, বিলিয়ার্ডস এবং ক্যারাওকে, আর ব্লকবাস্টার সিনেমাস-এ দেখতে পাবেন সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা বিশ্বের সেরা প্রযুক্তির মাধ্যমে।
“পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই আমরা ‘ঈদ বাজার’ আয়োজন করেছি,” বলেন ড. মোঃ আলমগীর আলম, পরিচালক (মার্কেটিং, সেলস ও অপারেশনস), যমুনা গ্রুপ। “কেনাকাটা থেকে শুরু করে খাবার ও বিনোদন—এই উৎসবে রয়েছে সবার জন্য আনন্দ ও উদযাপনের পূর্ণতা।”
এই ঈদে আপনার একক গন্তব্য হোক যমুনা ফিউচার পার্ক, যেখানে প্রতিটি মুহূর্তে থাকছে ঈদের উৎসবের ছোঁয়া।