শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

দেশের সকল ব্যবসায়ী সৎ নয়ঃ খাদ্যমন্ত্রী

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২৮ মে ২০২৩

Google News
দেশের সকল ব্যবসায়ী সৎ নয়ঃ খাদ্যমন্ত্রী

বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, "আমাদের সকল ব্যবসায়ী সৎ নয়। সুযোগ পেলেই কেউ কেউ পাইকারি থেকে খুচরা পর্যায়ে কেজিতে ৫-২০ টাকা পর্যন্ত লাভ করতে চায়। এক সময় এক টাকা লাভ হলে ব্যবসায়ীরা সন্তুষ্ট থাকতেন। এখানেই আমাদের কিছুটা ঘাটতি রয়েছে। এসব বিষয়ে খাদ্য বিভাগ কাজ করছে।"

নওগাঁর পোরশা উপজেলা পরিষদ হল রুমে আজ রোববার (২৮ মে) দুপুরে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, "এ বছর দেশে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা যেভাবে ধান উৎপাদন করেছেন তাতে দেশে খাদ্য উদ্বৃত্ত হবে এবং বিদেশে রপ্তানির আশা করা হচ্ছে। আমদানি করার প্রয়োজন হবে না। এ জন্য দেশে দুর্ভিক্ষের কোনো কারণ নেই।"

মন্ত্রী বলেন, "কৃষকের জন্য সরকার ভর্তূকি মূল্যে সার দিচ্ছে। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। অথচ বিএনপির আমলে সার চেয়ে কৃষক গুলি খেয়েছিল। প্রাণ গিয়েছিল ১৯ জন কৃষকের।"

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের